Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীরা পাবেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩০

ঢাকা: পাহাড় ও সমতলে বসবাসরত পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এবং নাছিমা এনাম ফাউন্ডেশন।

শনিবার (২ সেপ্টেম্বর) কাঁটাবন কনকর্ড এম্পোরিয়ামে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘আইসিটি ক্যারিয়ার’-এর প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮৩ -এর গভর্নর নমিনি রোটারীয়ান মো. শহীদুল বারী।

বিজ্ঞাপন

বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় তিন ব্যাচে ৪৫ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এবং নাছিমা এনাম ফাউন্ডেশনের।

প্রথম দফায় ৪ মাস মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমে ১৫ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুমন্ত ত্রিপুরা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রীতিময় ত্রিপুরা, শান্তি ও সংঘর্ষ বিভাগের ক্লিনটন ত্রিপুরা, সমাজ বিজ্ঞান বিভাগের রবি ত্রিপুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাগর ত্রিপুরা, ফিন্যান্স বিভাগের রাও রিং ম্রো, বায়ো কেমিস্ট্রি বিভাগের জুয়েল তঞ্চদ্যা, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের গুনীজন ত্রিপুর আদি, কলেজ অব হোম ইকোনমিক এর আর্ট এন্ড ক্রিয়েটিভ বিভাগের বেবী মনি ত্রিপুরা, ইডেন কলেজের জয়ন্তী চাকমা (ইতিহাস বিভাগ), ইউক্রেন মারমা  (ইতিহাস বিভাগ), টগর ত্রিপুরা (ইতিহাস বিভাগ), বৈশাখী হাজং (ইতিহাস বিভাগ), অর্পিতা ত্রিপুরা (গণিত বিভাগ) এবং সুরভী হাজং (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।

বিজ্ঞাপন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ানের প্রেসিডেন্ট ব্যারিস্টার মাশিহা ইশরাত, চার্টার প্রেসিডেন্ট খালেদ ফয়সাল রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট হেমায়েত উদ্দীন হিমু, নাছিমা এনাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক অর্থনীতির কাগজের নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান, আইসিটি ক্যারিয়ারের নির্বাহী পরিচালক ও নাছিমা এনাম ফাউন্ডেশন এর সম্পাদক সাবিনা ইয়াসমিন।

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ানের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট তানভীর আহমেদ, ফারুক আহমেদ, সাজ্জাদ উল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান সরকার, সেক্রেটারি রাজিব উদ দৌলা খান, রোটারিয়ান নাসরিন জলি, রোটারিয়ান কানিজ ফাতিমা, রোটারিয়ান নাসির উদ্দীন দিদার, রোটারিয়ান ইমাম হাসান, রোটারিয়ান সুমন হাওলাদার, রোটারিয়ান খায়রুজ্জামান সবুর ও রোটারিয়ান নাঈম উদ্দীন ইমন।

সারাবাংলা/এজেড/এমও

ক্ষুদ্র নৃগোষ্ঠি ফ্রিল্যান্সিং

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর