Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে নারী পোশাকশ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৫ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং নয়জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৫২ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা রাণী দত্ত(৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ইপিজেডে ইয়ংওয়ান নামক একটি পোশাক তৈরীর কারখানায় কাজ করতেন। ওই নারী গত ২৭ আগস্ট হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঝর্না রাণীর মেয়ে তৃষ্ণা রাণী দত্ত সারাবাংলাকে বলেন, ‘গত ২৪ আগস্ট মায়ের জ্বর হয়। এরপর শরীর ব্যাথা। ডেঙ্গু টেস্ট করালে সেখানে ডেঙ্গু ধরা পড়ে। পরে হাসপাতালে ভর্তি করায়। সেখানেই উনার চিকিৎসা চলছিল। গতকাল শনিবার সকালে আইসিউতে থাকা ডাক্তাররা মায়ের মৃত্যু সংবাদ আমাদের জানান।’

চলতি বছর চট্টগ্রামে মোট ৬ হাজার ১৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৫ হাজার ৮০৬ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি সেপ্টেম্বরে এই পর্যন্ত ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে ২ হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিলেন।

সারাবাংলা/আইসি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর