Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি যাওয়া নবজাতক উদ্ধার, মায়ের মুখে যেন স্বর্গের হাসি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০

ঢাকা: নিজের বাচ্চাকে কোলে নিয়ে যেন স্বর্গ পেলেন মা। খুশিতে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। বারবার শিশুটির কপালে, গালে চুমু খাচ্ছিলেন আনন্দে আত্মহারা মা। সাংবাদিকদের ক্যামেরার দিকে চোখ পড়তেই হাসি দিলেন মা।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এমন দৃশ্য চোখে পড়ে।

শিশু আব্দুল্লাহর মা শাহিনা আক্তার বলেন, ‘বাচ্চাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার আব্দুল্লাহকে আর ফিরে পাবো না। সবার চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি। এ জন্য অনেক অনেক শুকরিয়া। হাসপাতাল পরিচালক প্রশাসন ও সাংবাদিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শাহিনা আক্তার বলেন, ‘প্রথম থেকেই আমার সন্দেহ পাশের বেডের নুশরাত শম্পা নামে ওই নারীর দিকে। আমি নিশ্চিত ছিলাম, ওই মহিলা ছাড়া আমার বাচ্চা কেউ চুরি করতে পারে না। আমি পুলিশকেও বলেছিলাম, ওকে ধরলেই আমার বাচ্চা পাওয়া যাবে। তবে তিনদিন পার হলেও ওই নারী সন্তান চুরির কথা স্বীকার করছিলেন না। আশা ছেড়ে দিয়েছিলাম। হয়ত আমার বাচ্চাকে আর ফিরে পাবো না। তবুও সবার চেষ্টায় আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে।’

এর আগে, গত ৩১ আগস্ট হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয় নবজাতক আব্দুল্লাহ। চুরির তিনদিন পর শনিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নবজাতকটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শিশু আব্দুল্লাহর বাবা হিরণ মিয়া বলেন, ‘বাচ্চা চুরি হওয়ার পর অনেকে বলেছে বাচ্চা ফিরে পাব, আবার অনেকে বলেছে চুরি হলে আর ফিরে পাওয়ার আশা নেই। আমরাও ভেবে নিয়েছিলাম, হয়ত আর ফিরে পাবো না। তবে সংকল্প করেছিলাম, বাচ্চা না পেয়ে হাসপাতাল ছেড়ে যাব না।’

হিরন মিয়া বলেন, ‘শনিবার রাতে যখন হাসপাতাল থেকে আমার স্ত্রীকে পুলিশ নিয়ে গেলো শিশুটিকে উদ্ধার করতে। তখন শুনেছিলাম আমার আব্দুল্লাহর সন্ধান পাওয়া গেছে। কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। রোববার ফজরের নামাজের পর যখন শিশু এবং তার মাকে পুলিশ হাসপাতালে নিয়ে এলো। আনন্দে কান্না করে ফেলেছি।’

নবজাতক উদ্ধারের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিরণ মিয়া বলেন, ‘মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, শনিবার রাতে কামরাঙ্গীরচর থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে। পরে নবজাতককে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পাশের বিছানার নুশরাত শম্পা নামে ওই নারীও পুলিশের পাহারায় আছেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘কোনো মায়ের কোল খালি হোক এটি কেউই চায় না। হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সব ধরনের সহযোগিতা করেছি।’

রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বলেন, ‘চুরি যাওয়ার ঘটনায় নুসরাত শম্পা নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে নবজাতকটি হাসপাতাল থেকে পার করে দেওয়ার বিষয় স্বীকার করেছে। এই শম্পা একটি সন্তান জন্ম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ১০৬ নম্বর ওয়ার্ডের চুরি যাওয়া নবজাতকটি পাশের বিছানায় নুসরাত শম্পার। হিরন-শাহিনা দম্পতি তাদের সন্তান চুরির বিষয় প্রথম থেকে তাকেই সন্দেহ করেছিল।’

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ ঢাকা মেডিকেল নবজাতক চুরি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর