অবৈধ সম্পদ স্ত্রী-স্বজনদের দিয়ে পার পাবেন না: দুদক কমিশনার
৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭
চুয়াডাঙ্গা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) আছিয়া বেগম বলেছেন, আপনারা অনেকেই অবৈধ আয় করে তা স্ত্রী-স্বজনদের নামে দিয়ে থাকেন। কিন্তু দুদক অত্যন্ত সজাগ। এভাবে পার পাওয়া যাবে না।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় দুদক কমিশনার এ সব কথা বলেন। এদিন দুর্নীতি দমন কমিশনারের সঙ্গে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মতবিনিময় করেন।
সরকারি দফতরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক কমিশনার বলেন, ‘জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে। সেবা নিতে গিয়ে মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
এ সময় বিদ্যালয়গুলোতে সততা স্টোর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মনজুর মোর্শেদ, পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ আরও অনেকে।
সারাবাংলা/একে