বেনাপোল: যশোরের বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৩টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ককটেল বোমাগুলো উদ্ধার করে বেনাপোল পোর্টথানা পুলিশ।
বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকার বাগে জান্নাত কওমি মাদরাসার পেছনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে একটি বাগানের ভেতরে চারটি ব্যাগের ভেতর থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে র্যাব-৬-এর সদস্যরাও বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করে।