Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩০

কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে দায়েরকৃত মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১ নং আদালতের বিচারক রাশিদুল আমিনের আদালতে আসামি আবু সাইদ চাঁদকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। তবে আগামীকাল আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মামলাটি দায়ের করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহরে গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। চাঁদের ওই বক্তব্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগ আনা হয়।

সারাবাংলা/একে

টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর