Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য বন্দি করেনি: নোমান


১৪ মে ২০১৮ ১৬:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য কারাগারে বন্দি করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘কোনো স্বৈরাচার কখনোই তার প্রতিপক্ষকে ছাড়ার জন্য কারাগারে আটকে রাখে না। তবে এটাও ঠিক, কোনো রাজনৈতিক নেতাকে সারাজীবন আটকে রাখা যায় না।’

সোমবার (১৪ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

সংবিধানকে বদলে ফেলা হয়েছে অভিযোগ করে নোমান বলেন, ‘সংবিধানে একজনকে ক্ষমতা দেওয়া হয়েছে। একজন চাইলে জাতীয় নির্বাচন করতে পারে, আবার পিছিয়েও দিতে পারে। বিনা ভোটে নির্বাচিত পার্লামেন্টের সংসদ সদস্যরা কিন্তু এখন ক্ষমতায় থেকেই নির্বাচন করতে পারবেন। আমরা যারা বিরোধী দলে আছি, তাদের মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রেখে সংসদ সদস্যদের স্বপদে বহাল থেকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে ।’

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে নোমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি, ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছে। এই বক্তব্যটা অশালীন। তিনি গ্রেফতার হয়েছেন রাজনৈতিক কারণে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে। এটা সাজানো মামলা। এতে আওয়ামী লীগের ইচ্ছা পূরণ হয়েছে।’

নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এই বিএনপি নেতা বলেন, নির্বাচনে অংশ নেওয়া আন্দোলনের একটি অংশ। সেখানে আমরা নিজেদের প্রমাণ করতে চাই। যদি খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটে বা জালিয়াতি ঘটে, তাহলে রাজপথ থেকেই আমরা তা প্রতিহত করব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ফারুক রহমান, এস এম ইউসুফ আলী, মো. আমিনুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/আইএ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর