Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনার জন্য রাশিয়া যাবেন কিম জং উন’

আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এজন্য তিনি চলতি মাসে রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। খবর বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসি’র পার্টনার সংবাদমাধ্যম সিবিএস’কে ওই কর্মকর্তা জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সমর্থন এবং মস্কোকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। তবে কোথায় পুতিন ও কিম জং উন বৈঠক করবেন তা এখনো পরিষ্কার নয়।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসকে সূত্র জানায়, সম্ভবত কিম জং উনের সামরিক ট্রেনে ভ্রমণ করার সম্ভাবনা ছিল।

এর আগে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা বিষয়টি ‘সক্রিয়ভাবে অগ্রসর’ হওয়ার তথ্য জানায় হোয়াইট হাউস। এরপরই দুই নেতার সম্ভাব্য বৈঠকের খবরটি প্রকাশ পেল।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এ সময় ‘পিয়ংইয়ংকে রাশিয়ার কাছে আর্টিলারি গোলাবারুদ বিক্রি করতে রাজি করার’ চেষ্টা করেছিলেন তিনি।

পুতিন ও কিম এরপর থেকে ‘তাদের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চিঠিপত্র বিনিময় করেছেন’ বলেও উল্লেখ করেন জন কিরবি।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়া কিম জং উন ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর