Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমন্ত্রীর নির্দেশনার প্রতিবাদ চট্টগ্রাম ক্যাবের


১৪ মে ২০১৮ ১৬:০৬

।। স্পেশাল কসেপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান সংকুচিত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতারা।

গত ১৩ মে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, প্রধানমন্ত্রী দেশের ১৬ কোটি ভোক্তার ভোগান্তি কমাতে সরকারী প্রশাসনকে নানা মুখী উদ্যোগ নিতে নানা নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেখানে বাণিজ্যমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের কারসাজিতে জড়িত চিহ্নিত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি অনুযায়ী জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সংকুচিত করতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি সাধারণ জনগনের দুর্ভোগ ও দুদর্শায় সরকারী উদ্যোগের পরিপন্থী।

বিবৃতিতে তারা বলেন, বাণিজ্য মন্ত্রনালয় দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে রেগুলেটরী কর্তৃপক্ষ হলেও তাদের কার্যক্রমে মনে হয় তারা কারো পক্ষ নিচ্ছেন। এ কারণে, অসম প্রতিযোগিতা ও বৈষম্য প্রকট হারে বাড়ছে বলে দাবী করেছেন তারা।

বিবৃতিতে সই করেছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।

 

সারাবাংলা/জেএএম

 

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর