Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতুর নকশা সঠিকভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী’র

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৬

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সেতু নির্মাণে সঠিকভাবে নকশা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোথাও সেতু নির্মাণ করতে হলে সঠিক সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। এর পর সঠিক নকশা করে সেতু নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন নির্দেশ আসে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে আরও জানানো হয়, এখন থেকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আগেভাগেই ওই এলাকার ছবি তুলে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যে জায়গা অধিগ্রহণ করা হবে সেখানে যেন কেউ হঠাৎ করে বাড়ি, ঘর, বাঁশ বা টিন দিয়ে কিছু করতে না পারে। বাড়তি টাকা যেন কেউ নিতে না পারে। এ ছাড়া সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে সঠিক উচ্চতা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। কারণ, সেখানে নিচে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। প্যানেলের নিচে যাতে ফসল চাষ করা যায়।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিসংখ্যান তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আর্থ-সামাজিক অবকাঠামোর বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. এমদাদ উল্লা মিয়ান এবং কৃষি পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

প্রধানমন্ত্রী সঠিকভাবে সেতুর নকশা

বিজ্ঞাপন

সাকিবদের টি-১০ লিগে হচ্ছেটা কী!
২৬ নভেম্বর ২০২৪ ১৩:৩৫

আরো

সম্পর্কিত খবর