ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। আর ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যু বাড়বে। স্বাস্থ্য সেবায় কোনো ঘাটতি নেই। ডেঙ্গু মোকাবিলার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা গাইডলাইনও তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস অ্যাপস’ উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগীর প্যারামিটারসহ সববিষয় নির্ণয় করে কতটুকু ফ্লুইড দিতে হয় সেটি এই ডেঙ্গু ড্রপস অ্যাপের মাধ্যমে মাধ্যমে তাড়াতাড়ি এবং ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে।’
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও কমেনি, বরং বাড়ছে। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি, এটা সত্যিই উদ্বেগজনক। মশা নির্মূলে সবাইকে সজাগ থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও নিয়ন্ত্রণে আনতে পারবে।’
তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক ও বুয়েটের মেধাবী শিক্ষক-ছাত্ররা ডেঙ্গু ড্রপস অ্যাপ তৈরি করেছেন। এ ছাড়া বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল প্রকৌশলীও এর সঙ্গে জড়িত। এই অ্যাপ রোগীর বয়স, উচ্চতা লিঙ্গসহ সবকিছু নির্ণয় করে চিকিৎসা দিতে পারবে। আমাদের আইটি সেক্টর অনেক এগিয়ে গেছে। তাদের সহযোগিতা নিয়ে অ্যাপটি তৈরি করা হয়েছে।’ এ সময় বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে পুরস্কৃত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম, রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম তারিক আরাফাত এবং বুয়েটের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসানসহ হাসপাতালে চিকিৎসক ও বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা।