বগুড়া: জেলা সদরে আব্দুল বাছেদ (৪৮) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল বাছেদ বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার পাইকার পাড়ায়।
পুলিশ জানায়, আব্দুল বাছেদ বিসিক শিল্প নগরীর শাওন ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। বিসিক এলাকার শেষ প্রান্তে রাতে দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই রাস্তার কাজ চলছিল। সকালে রাস্তা থেকে প্রায় ১৫/২০ ফুট দুরে তার লাশ পাওয়া যায়। লাশের মাথা থেঁতলানো ছিল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাকের ধাক্কায় এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।