Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় মাস পর লেনদেন ৭০০ কোটি ছাড়াল ডিএসইতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত দেড় মাসে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত ২৩ জুলাইয়ের পর এটিই একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। দেড় মাস আগের ওই দিন ডিএসইতে লেনদেন হয় ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে সবগুলো সূচকও। এদিন লেনদেনের শুরু থেকেই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাতে থাকে বিমা খাতের কোম্পানিগুলো, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৫০টি বিমা কোম্পানির মধ্যে ৪২টি বিমা কোম্পানি দাম বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে আটটির। বিমার দাপটের দিনে লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৮৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ে, বিপরীতে দাম কমে ৬৮টির এবং ১৮৩টির দাম অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৬ পয়েন্টে উন্নীত হয়েছে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় শূন্য দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুড। কোম্পানিটির ৬০ কোটি ৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকার। ২৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল ক্রিস্টাল ইনস্যুরেন্স।

বিজ্ঞাপন

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের বাকি সাতটি হলো- ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, সি পার্ল বিচ রিসোর্ট, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ইয়াকিন পলিমার, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স।

সারাবাংলা/জিএস/টিআর

ডিএসই পুঁজিবাজার পুঁজিবাজারে লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর