Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসনে এমপিদের জামানত দ্বিগুণ হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০

ঢাকা: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। বর্তমানে জামানত ১০ হাজার টাকা। এটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হচ্ছে।

এ লক্ষ্যে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনেও সংশোধন করা হচ্ছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক এ সংক্রান্ত একটি সংশোধনী বিল উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদনে দিতে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত হবে ২০ হাজার টাকা। বিদ্যমান আইনে সংরক্ষিত আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। সেখানেও সংশোধনী আনা হচ্ছে। বিলে আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা বলা হয়েছে। এ ছাড়া নারী আসন বণ্টন পদ্ধতিতেও সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে বিলটিতে।

জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সারাবাংলা/এএইচএইচ/একে

এমপি জাতীয় সংসদ টপ নিউজ সংরক্ষিত নারী আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর