রাজশাহীতে জয়সালমার বিট সাংস্কৃতিক উৎসব
৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৪
রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন ও ভারতীয় সহকারী হাই কমিশনের যৌথ আয়োজনে জয়সালমার বিট ( Jaisalmar Beat) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সভাপতি ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে আমাদের ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক মিল রয়েছে। গত ১৫ বছর ধরে দুই দেশের নিবিড় সম্পর্ক বিদ্যমান। এতে উভয় দেশ উপকৃত হয়েছে। আগামীতে এই সম্পর্ক বজায় থেকে উভয় দেশ লাভবান হবে।’
রাসিক মেয়র আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফোর লেন, সিক্স লেন সড়ক নির্মাণসহ দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।’
অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত জয়সালমার বিটের শিল্পীদের উত্তরীয় পরানো হয়। অনুষ্ঠানে ভারত থেকে আগত জয়সালমার বিটের শিল্পী রইস খান, শেরু খান, আশরাফ খান, দেবা খান, আনোয়ার খান ও রাজ্জাক খান তাদের সঙ্গীত পরিবেশন করেন। জয়সালমার বিট পরিবেশনের পূর্বে দলটির প্রধান রইস খান তার বক্তৃতায় নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন।
এরআগে প্রথম পর্বে রাজশাহীর শিল্পীরা দেশাত্ববোধক, আধুনিক, লালন সঙ্গীত পরিবেশনা করেন। এছাড়া ছিল বাঁশির ধুন, কবিতা আবৃত্তি ইত্যাদি।
অনুষ্ঠানমঞ্চে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা ড.এ বি এম শরীফ উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
সারাবাংলা/একে