Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সঙ্গে ‘গোপন প্রতিরক্ষার চুক্তি’ ভিত্তিহীন : হাছান মাহমুদ


১৪ মে ২০১৮ ১৬:৪৪

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতার গোপন চুক্তি নিয়ে বিএনপির বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার (১৪ মে) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে সরকারের চুক্তির বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি বরাবরই মিথ্যচার করেছে। রুহুল কবির রিজভী আহমেদ না বুঝে অনেক কথাই বলছেন। আসলে সরকারের সঙ্গে এমওইউ এবং চুক্তির পার্থক্য যারা বুঝে না-তাদের একটি দলের পক্ষে একটি দায়িত্বশীল জায়গায় থেকে কথা বলা উচিৎ না। প্রকৃত পক্ষে এ মাসের সাত এবং আট তারিখে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো চুক্তিই হয়নি’

‘এর আগে সরকারের সঙ্গে ভারতের কয়েকটি এমওইউ স্বাক্ষরিত হয়। তার মধ্যে একটি এমওইউ ছিল সামরিক খাতে সহযোগিতার জন্য। এ ছাড়া সেই এমওইউ এর সঙ্গে শতকরা মাত্র একভাগে ৫০০ মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়ার এমওইউ স্বাক্ষরিত হয়।’

‘সেই এমওইউ-এর আলোকে একটি গাইড লাইন নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন কোনো এমওইউ স্বাক্ষরিত হয়নি। সেটাকেই তারা চুক্তি হিসেবে বলার অপচেষ্ট চালাচ্ছেন। যেখানে নতুন কোনো এমইউই হয়নি সেখানে চুক্তি আসলো কোথা থেকে।’

মিথ্যাচার বিএনপির রাজনীতির ভিত্তি উল্লেখ হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এবং ভারতের সঙ্গেও তাদের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন তাদের কাছে কোনো সমস্যা হয়নি।’

বিজ্ঞাপন

বিএনপির নেতারা সুস্থ খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে ফেলেছে বলেও দাবি করে তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেয়েও বিএনপি নেতারা বড় বিশেষজ্ঞচিকিৎসক হয়ে গেছেন। আর সে জন্যই তারা চিকিৎসককে পাশকাটিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা মন্তব্য করছেন।’

এর আগে গত রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন ‘বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতায় গোপন চুক্তি করেছে সরকার’।

রিজভী আরও বলেন, ‘জনমতকে উপেক্ষা করে আকস্মিকভাবে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করা হয়েছে’।

এ সময় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর