রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম হাসান আলী (২৮)। তিনি পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বগুড়াপাড়ার হাসেম সওদাগরের ছেলে। হাসান একজন কাপড় ব্যবসায়ী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর হাসানকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার সকালে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হাসানের মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত মোট ছয় জন মারা গেল। রামেক-এ ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন রোগী। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন।
এ ছাড়া মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৯৯ জন। বর্তমানে আরও ১০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
সারাবাংলা/পিটিএম