Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা চত্ত্বরে হেফাজতকাণ্ড: আদিলুরের বিরুদ্ধে রায় আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৭

ঢাকা: মানবাধিকার সংগঠন অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মামলায় রায় দেবেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এই রায় ঘোষণা করবেন।

গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত রায় ঘোষণার জন্য এ তারিখ ঠিক করেন।

অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালে হেফাজতের শাপলা চত্বরে সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় একই বছর ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির উপপরিদর্শক আশরাফুল ইসলাম। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। একই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আশরাফুল আলম আদিলুর ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার অভিযুক্ত আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলান জামিনে আছেন। এদিন তারা আদালতে হাজিরা দেন।

সারাবাংলা/এআই/এনএস

অধিকার আদিলুর রহমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর