Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে ভাগ্নে হত্যায় মামাসহ ৪ জনের মৃত্যুদণ্ড


১৪ মে ২০১৮ ১৭:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ভাগ্নে সোহেল মল্লিক হত্যা মামলায় আপন মামাসহ চার জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মে) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন আহম্মদ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমরান লতিফ।

তিনি জানান, আসামিরা জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। ফলে পলাতক অবস্থায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তবে মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী নিহতের বাবা সিদ্দিক মল্লিক ও মা হেলেনা বেগম।

মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে ব্যবসায়ী সোহেল মল্লিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সোহেল শিবচরের বহেরাকান্দি ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। এই ঘটনার পরের দিন শিবচর থানায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সোহেলের আপন মামা খালেক হাওলাদার, মিজানুর রহমান, শাহিন হাওলাদার ও সৎ ভাই আল-আমিন খানকে আসামি করা হয়। তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর