Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু পাড়ি দিয়ে ২ ঘণ্টায় ট্রেন পৌঁছাল ভাঙ্গায়

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৮

ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

ফরিদপুরের ভাঙ্গা থেকে: রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে ট্রেন। দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনেটে ভাঙ্গা স্টেশনে পৌঁছায় ট্রেন। ৬০ কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও পরীক্ষামূলক যাত্রায় ট্রেন আরও ধীর গতিতে চলেছে।

পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছায় ট্রেন ভাঙ্গা স্টেশনে। ছবি: সারাবাংলা

পদ্মা সেতু পাড়ি দিয়ে পৌঁছায় ট্রেন ভাঙ্গা স্টেশনে। ছবি: সারাবাংলা

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রওনা দেয় ট্রেন। সকাল ১১টা ২৭ মিনিটে ট্রেনটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ওঠে। আর সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে পৌঁছায় ১১টা ৩৪ মিনিটে। সে হিসাবে সাত মিনিটেই পদ্মা সেতু পাড়ি দিয়েছে ট্রেনটি।

বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে যাত্রা করা ট্রেনে রয়েছেন রেলপথবিষয়ক মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তাদের নিয়েই ট্রেনটি ফের ঢাকায় ফিরবে।

কমলাপুর থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত পৌঁছাতে ট্রেনের সময় লাগে ২ ঘণ্টা ১০ মিনিট। ছবি: সারাবাংলা

কমলাপুর থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত পৌঁছাতে ট্রেনের সময় লাগে ২ ঘণ্টা ১০ মিনিট। ছবি: সারাবাংলা

গত বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধন হলেও পদ্মা রেল সেতুর কাজ তখনো চলছিল। এই রেললাইন উদ্বোধনের জন্য আগামী ১০ অক্টোবর দিন নির্ধারণ করা আছে। ওই দিন এক সুধী সমাবেশে রেললাইনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হলো পদ্মা সেতু দিয়ে।

আগামী ১০ অক্টোবর পদ্মা রেল সেতু উদ্বোধন করা হলেও পুরো রেল প্রকল্প শেষ হতে অবশ্য আরও দেরি হবে। আপাতত ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হলেও প্রকল্পের আওতায় রেলপথ সংযুক্ত করবে যশোর পর্যন্ত পথ। পুরোটা ২০২৪ সালে জুনে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

পদ্মা সেতু

বিজ্ঞাপন

নতুন প্রেমে মালাইকা!
২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর