Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন বন্ধের পর ফের চালু হিলি স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৯

দিনাজপুর: জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে আমদানি-রফতানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি শুরু হয়।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিলো। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।

সারাবাংলা/এনইউ

আমদানি-রফতানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর