Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে আরও ২ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০

চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি তথ্যে চলতি বছরে চট্টগ্রাম অঞ্চলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে এনামুল হক (৪৬) নামে একজন এবং অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে আকলিমা আক্তার (৩৬) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ২৪ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, দুজন বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং ১৭ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া আক্রান্ত আরও ৬৩ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর চট্টগ্রামে মোট ছয় হাজার ৬২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৬২৭৪জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি সেপ্টেম্বর মাসে ৮৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন, জুন মাসে ২৮৩ জন, জুলাই মাসে ২ হাজার ৩১১ জন এবং আগস্টে ৩০১১ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মারা যাওয়া ৫৮ জনের মধ্যে শিশু-কিশোর মিলিয়ে ২২ জন, ১৫ জন পুরুষ এবং ২১ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন, আগস্ট মাসে ২৮ জন এবং সেপ্টেম্বর মাসের গত ছয়দিনে ৫ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

সারাবাংলা/আইসি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর