ভাটারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
১৪ মে ২০১৮ ১৭:৩২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজির আরোহী নূরজাহান বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন।
নিহতের ছেলে শফিউল ইসলাম জানান, মাসহ তারা চারজন রাতে চাঁদপুর থেকে ঢাকায় এসেছিলেন। সকালে সদরঘাট থেকে সিএনজিযোগে দক্ষিণখান যাওয়ার পথে নতুন বাজার এলাকায় এলে একটি ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দিলে তারা আহত হয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮টার দিকে মা’কে (নূরজাহান বেগম) মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জন আয়েশা আক্তার (৩০) ও হালিমা আক্তার (১৮) হাসপাতালে ভর্তি আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সারাবাংলা/এসএসআর/এমও