Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির মামলায় ব্যারিস্টার ফখরুলসহ ৩ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৪

ঢাকা: মারধর, চুরি ও চুরিতে সহায়তার অভিযোগে ধানমন্ডি থানার দায়ের করা মামলায় ব্যারিস্টার ফখরুল ইসলামসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন। মামলার অন্য দুই আসামি হলেন- মোহাম্মদ বশির ও ইসমাইল হোসেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. লোকমান আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আব্দুর রহমান হাওলাদার, মো. আক্তারুজ্জামান প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগে বলা হয়, মহিবুল্লাহ মহিউদ্দিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসির ৪৮ ভাগ শেয়ারের মালিক। তিনি দীর্ঘদিন গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে ফার্মেসি ব্যবসা পরিচালনা করে আসছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানের স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী কিছু ব্যক্তি বাদীর প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসামিরা গত ৯ জুলাই ফখরুলের হুকুমে ফার্মেসির ক্যাশ থেকে ১১ লাখ ১৯ হাজার টাকা ও ২ কোটি টাকার ওষুধ নিয়ে যায়।

বাদী মামলায় আরও উল্লেখ করেন, ঘটনার সময় তিনি একটি মিথ্যা অভিযোগের মামলায় কারাগারে ছিলেন। মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসাকেও আসামি করা হয়।

বিজ্ঞাপন

অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তা করার অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি করেন এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন।

সারাবাংলা/এআই/পিটিএম

কারাগার চুরির মামলা ব্যারিস্টার ফখরুল