Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকা-ভাঙ্গা রেলপথ পুরো যাতায়াত ব্যবস্থা পাল্টে দেবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৫

ঢাকা: রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-ভাঙ্গা রেলপথের ফলে দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াত ও মালামাল পরিবহনে অনেক সুবিধা পাবে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এই অঞ্চলের মানুষ। কলকাতার সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের আর বঙ্গবন্ধু সেতু দিয়ে মালামাল পরিবহন করতে হবে না। ঢাকা-যশোর রেলপথ পুরোপুরি চালু হলে ঢাকা থেকে সরাসরি এই পথ ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল শেষে এক প্রেস কনফারেন্স তিনি এসব কথা বলেন। এদিন ট্রেনে ঢাকা থেকে ভাঙ্গা যেতে সময় লাগে ২ ঘণ্টা ১০ মিনিট। আর ধীরগতিতে চলা ট্রেনে পদ্মাসেতু পার হতে সময় লাগে মাত্র ৭ মিনিট। পরে ভাঙ্গায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা-ভাঙ্গা রেল চলাচল আগামী ১০ অক্টোবর উদ্বোধন করা হবে। তারপর খুব অল্প সময়ের মধ্যেই বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে। আর আগামী বছরের জুনেই এই প্রকল্পের কাজ শেষ হবে। তখন যশোর পর্যন্ত রেলযোগাযোগ চালু হবে। এতে এই রেল যোগাযোগ অর্থনৈতিকভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।’

তিনি বলেন, ‘খুলনায় যেসব ট্রেন চলছে সেগুলোকে এই রেল যোগাযোগের সঙ্গে যুক্ত হলে মোংলা পোর্টকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যাবে। দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও বেশি প্রসারিত হবে। এই রেলপথকে কাজে লাগিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগের সময় ও খরচ কমবে। ঢাকা থেকে খুলনার দূরত্ব অর্ধেকে নেমে আসবে।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ঢাকা-ভাঙ্গা রেলপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর