Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ডোবা থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৯

নারায়ণগঞ্জ: বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ও তিশা নামে ২ ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহটি দু’টি ভাসতে দেখে স্থানীয়দের নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটোরিকশা চালক কামাল হোসেনের ছেলে-মেয়ে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দু’টি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল তারা। ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য খনন করা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানি পড়ে যায়। সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়।

কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

ডোবা নারায়ণগঞ্জ ভাই-বোন মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর