Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নয়াদিল্লির কূটনৈতিক অবস্থান সঠিক বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কংগ্রেসের নেতা মনমোহন সং বর্তমান বিজেপি সরকারের কূটনৈতিক অবস্থানকে সমর্থন জানান। তিনি চীন-ভারত সম্পর্কের জটিল কূটনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) থেকে জি২০ শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে নয়াদিল্লিতে বিশ্বনেতারা জড়ো হচ্ছেন। এমন সময় মনমোহন সিং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে পররাষ্ট্রনীতি ব্যবহারের বিষয়ে মোদি সরকারকে সতর্ক করেছেন।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার জি২০ নেতাদের সম্মানে দেওয়া রাষ্ট্রপতির নৈশভোজে ভারতীয় নেতাদের মধ্যে মনমোহন সিংও আমন্ত্রণ পেয়েছেন।

মনমোহন সিং জানান, তার সময়ের চেয়ে বর্তমানে ভারতের পররাষ্ট্রনীতি অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘দলীয় রাজনীতির জন্য কূটনীতি ব্যবহারে সংযত থাকা জরুরি।’

৯০ বছর বয়সী ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, আমার জীবদ্দশায় জি২০ এর সভাপতিত্বের জন্য ভারতের সুযোগ এসেছে। আমি জি২০ সম্মেলনের জন্য ভারতে বিশ্ব নেতাদের আমন্ত্রণের সাক্ষী হয়েছি। বিদেশ নীতি সবসময় ভারতের শাসন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভারতের পররাষ্ট্রনীতি সবসময় ন্যায্যতার ভিত্তিতে তৈরি হয়েছে। বলা যায়, এটি আগের চেয়ে বর্তমানে অভ্যন্তরীণ রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও বিশ্বে ভারতের অবস্থান অভ্যন্তরীণ রাজনীতিতে একটি ইস্যু হওয়া উচিত, তবে দলীয় বা ব্যক্তিগত স্বার্থে কূটনীতি এবং পররাষ্ট্রনীতি ব্যবহার করার ক্ষেত্রে সংযম গুরুত্বপূর্ণ।’

মনমোহন সিং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে সরকারের কঠোর কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেন। তিনি এই কূটনৈতিক অবস্থানকে সঠিক বলে সমর্থন দেন।

মনমোহন সিং বলেন, ‘যখন দুই বা ততোধিক শক্তি একটি সংঘাতে জড়িয়ে পড়ে, তখন পক্ষ বেছে নেওয়ার জন্য অন্যান্য দেশের উপর প্রচুর চাপ থাকে। আমি বিশ্বাস করি যে, ভারত শান্তির জন্য আহ্বান করার পাশাপাশি আমাদের সার্বভৌম এবং অর্থনৈতিক স্বার্থকে প্রথমে রেখে সঠিক কাজ করেছে।’

বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক এবং শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতির বিষয়ে মনমোহন সিং জানান, তিনি আশা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের আঞ্চলিক এবং সার্বভৌম অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবেন। তবে এ বিষয়ে তিনি নরেন্দ্র মোদির সরকারকে কোনো পরামর্শ দিতে চান না বলেও জানান।

মনমোহন সিং বলেন, ‘জটিল কূটনৈতিক বিষয়গুলো কিভাবে পরিচালনা করা যায়, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া আমার ঠিক হবে না। এটা দুর্ভাগ্যজনক যে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জি২০ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করি এবং বিশ্বাস করি, প্রধানমন্ত্রী সব কিছু দেখবেন। ভারতের আঞ্চলিক ও সার্বভৌম অখণ্ডতা রক্ষা করতে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো তিনি নেবেন।’

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর