Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠক চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৭

নয়াদিল্লি থেকে: জি–২০ শীর্ষ সম্মেলন শুরুর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) লোক কল্যাণ মার্গের নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এই বৈঠক শুরু হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, দ্বিপাক্ষিক বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের প্রধানমন্ত্রী আলাপ করছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সারাবাংলা ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদক এ এস এম রফিক উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুপুরে দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌঁছার পর ভারতের রেলওয়ে ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোস প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সারাবাংলা/এমও

হাসিনা-মোদি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর