হত্যা মামলার আসামি ৩ মাস পর গ্রেফতার
৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৩
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় হত্যার শিকার হয়েছিলেন রিকশাচালক উসমান। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আসামি রাজিব। ঘটনার তিন মাস পর সেই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিয়াচর এলাকা থেকে উসমান হত্যা মামলায় জড়িত রাজিবকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য জানিয়েছেন।
গত ২ জুন মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের বিজয়পুরে পূর্বশত্রুতার জেরে রাজিব ও তার সহযোগীরা উসমানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় উসমানের চাচা আব্বাস আলী মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।
র্যাবের কোম্পানি অধিনায়ক জানান, মামলাটির ছায়াতদন্ত শুরু করে র্যাব। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত রাতে রাজিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
উসমান হত্যা মামলার বাকি আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সারাবাংলা/টিআর