Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোতে ভূমিকম্পে নিহত ২৯৬

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১১

মরক্কোতে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে এই সংখ্যা জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বহু বাড়তে পারে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১১ মিনিটে মরক্কোর মারাখেস শহরের ৭১ কিলোমিটার (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে অ্যাটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড।

ভূমিকম্পে মারাখেস পুরানো শহরের বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) বেশ কিছু ক্লিপ দেখা যায়, অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে।

মূল ভূমিকম্পের পর আরও বেশ কয়েকটি আফটারশকে শহরটি কেঁপে উঠে। এতে বাসিন্দারা রাতভর বাড়ির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর