Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইউক্রেন ইস্যু ব্যবহার করে দেশগুলোকে একা করছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫২

ইউক্রেন ইস্যু ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বিচ্ছিন্ন করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন দেশগুলোকে বিচ্ছিন্ন করছে যারা ইউক্রেন সংঘাতের ইস্যুটিকে প্রতিটি আন্তর্জাতিক ইভেন্টে টেনে নিতে পছন্দ করে না।

জি২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে এমন মন্তব্য করেছেন ল্যাভরভ। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর ল্যাভরভ পশ্চিমাদের সমালোচনা করে বলেন, ‘সবকিছু এবং যেকোনো কিছুর ইউক্রেনীয়করণ করছে পশ্চিমারা।’

ওই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ওয়াশিংটনের চাপকে প্রতিহত করেছে এবং তাদের এজেন্ডায় ভূ-রাজনৈতিক সমস্যা এবং নিরাপত্তা সংকট অন্তর্ভুক্ত নয় বলেও মন্তব্য করেছে ল্যাভরভ। জাকার্তায় এক সংবাদ সম্মেলনের সময় ল্যাভরভ এই বিষয়টি উল্লেখ করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে দেশগুলো কিয়েভ শাসনের সমর্থনে প্রচারাভিযানে জড়িত না হয়ে তাদের নিজস্ব নির্দিষ্ট বিষয়গুলো মোকাবিলা করতে চায়, তারা পশ্চিমা কৌশলের কাছে ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে।’

রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক দাবি করেন, ‘এশিয়ায় ওয়াশিংটনের লক্ষ্য চীনকে ঠেকানো এবং রাশিয়াকে বিচ্ছিন্ন করা। কিন্তু আঞ্চলিক খেলোয়াড়রা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো নীতি পছন্দ করে না।’

শুক্রবার জি২০ শীর্ষ সম্মলেনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন ল্যাভরভ। শীর্ষ সম্মেলনে তিনি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জি২০ শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতির খসড়ার অচলাবস্থা নিয়ে আলোচনা করতে জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জানা গেছে, পশ্চিমা দেশগুলো চায়, খসড়াটিতে ইউক্রেন সংঘাতের বিষয়ে মস্কোর নিন্দার বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। অন্যদিকে, রাশিয়া এবং চীনের বক্তব্য হলো, জি২০ এই ধরনের সমস্যা মোকাবিলার জন্য আদর্শ ফোরাম নয়। ভারত দুই পক্ষের অবস্থান নিয়ে একটি সমঝোতার প্রস্তাব করেছে। কিন্তু কোনো পক্ষই তাতে রাজি হয়নি বলে জানা গেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর