জি২০’র স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন
৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮
আফ্রিকান ইউনিয়নকে (এইউ) স্থায়ী সদস্যপদ দিয়েছে জি২০। আফ্রিকা মহাদেশের ব্লকটিকে আনুষ্ঠানিকভাবে জি২০’তে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন গ্রুপটির বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণ করেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের শুরুতে নরেন্দ্র মোদি উদ্বোধনী বক্তব্য দেন। এসময় তিনি গ্রুপের স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের নাম ঘোষণা করে আসন গ্রহণের আমন্ত্রণ জানান।
মোদি বলেন, ‘সকল সদস্যদের অনুমোদনে আমি আফ্রিকান ইউনিয়ন প্রধানকে জি২০-এর স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’ পরে আফ্রিকান ব্লকের প্রধান বিশ্ব নেতাদের সঙ্গে আসন গ্রহণ করেন।
উল্লেখ্য, দ্বিতীয় কোনো আঞ্চলিক ব্লক হিসেবে জি২০তে স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। এর আগে গ্রুপটির একমাত্র আঞ্চলিক ব্লক হিসেবে সদস্য ছিল ইউরোপীয় ইউনিয়ন।
আফ্রিকান ইউনিয়নের সদস্য ৫৫টি দেশ। ভারত, ব্রাজিল, জার্মানি, কানাডা জি২০তে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক সমর্থন জানিয়েছিল।
আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ পাওয়ায় বর্তমানে জি২০এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।
আরও পড়ুন
সারাবাংলা/আইই