Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব আস্থাহীনতায় ভুগছে: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিল্লির ভারত মন্ডপম কেন্দ্রে একে একে উপস্থিতি হতে থাকেন নেতারা। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় নরেন্দ্র মোদি নেতাদের স্বাগত জানান।

উদ্বোধনী বক্তব্যে মোদি বলেন, ‘করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে বিশ্বে একে অন্যের প্রতি বিশ্বাসের জায়গায় ঘুণ ধরেছে। ইউক্রেন যুদ্ধ আস্থাহীনতারই পরিণতি। আমাদের এই অবস্থা থেকে বের হতে হবে।’

বিজ্ঞাপন

জি২০-এর চেয়ারম্যান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমরা যদি কোভিডকে পরাজিত করতে পারি, তাহলে আমরা যুদ্ধের কারণে সৃষ্ট আস্থাহীনতার ঘাটতির বিষয়েও জয়লাভ করতে পারি।’

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘২১ শতকে বিশ্বকে একটি নতুন দিক দেখানোর এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এটি সেই সময় যখন পুরানো সমস্যাগুলো আমাদের কাছ থেকে নতুন সমাধান খুঁজছে। এজন্য আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের জন্য এগিয়ে যাওয়া উচিত।’

মোদি বলেন, ‘এটি আমাদের সকলের একসঙ্গে চলার সময়। এই সময়ে, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস ( সবার সঙ্গে সবার উন্নয়ন, সবার বিশ্বাস, সবার প্রচেষ্টা)’ এই মন্ত্র আমাদের জন্য মশালবাহক হতে পারে।’

তিনি বলেন, ‘উত্তর ও দক্ষিণের মধ্যে বিভাজন হোক বা পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব হোক, খাদ্য ও জ্বালানি ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, জ্বালানি বা জল নিরাপত্তা— এসব সমস্যার সমাধান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুঁজে বের করতে হবে।’

বিজ্ঞাপন

সম্মেলনের শুরুতে নরেন্দ্র মোদি মরক্কোতে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেন। তিনি ভূমিকম্প বিধ্বস্ত দেশটিকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী বক্তব্যে নরেন্দ্র মোদি জি২০র নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানান। গ্রুপটির ১৮তম এই শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের জি২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল। এর পর বছর জুড়ে মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের বিভিন্ন রাজ্যে। এবার দুই দিনের শীর্ষ সম্মেলনে এই বিশাল আয়োজনের চূড়ান্ত পরিণতি ঘটবে।

তবে এবারের সম্মেলনে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এবারের শীর্ষ সম্মেলনে ইউক্রেন ইস্যুতে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত কোনো সাধারণ বিবৃতি নাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর