Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী ১৫ বছরে বিদ্যুৎখাতে ৭৫ বিলিয়ন ডলার প্রয়োজন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৮

ঢাকা: নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য আগামী ১৫ বছরে বিদ্যুৎ খাতের জন্য ৭৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘এখন সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বড় চ্যালেঞ্জ, আর এ নিয়ে কাজ করছে বর্তমান সরকার।’

শনিবার (৯ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী আঞ্চলিক জলবায়ু সম্মেলনে এনার্জি পলিসি শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফসিল ফুয়েল হতে ক্লিন এনার্জির সফল ট্রানজিশনে প্রয়োজন সমন্বিত ও সম্মিলিত উদ্যোগ। বাংলাদেশ নবায়ণযোগ্য জ্বালানির উন্নয়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার বৃদ্ধিতে সরকার নানাবিধ নীতি ও উদ্যোগ নিয়েছে। সমন্বিত মহাপরিকল্পনা, মুজিব ক্লাইমেট প্রোসপারিটি প্ল্যান, সোলার এনার্জি রোডম্যাপ, সোলার ইরিগেশন-এর রোডম্যাপ ও নবায়ণযোগ্য জ্বালানি পলিসির আওতায় নবায়ণযোগ্য জ্বালানির প্রসারের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘৬ মিলিয়ন সোলার হোম সিস্টেমের মাধ্যমে ২০ মিলিয়ন লোককে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে দশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করা হয়েছে। যার জন্য ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চলে গেছে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন- রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিংয়ের পরিচালক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, সিপিডি’র রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) ডিরেক্টর শাহরিয়ার আহমেদ চৌধুরীসহ অনেকে।

সেশনটি মডারেট করেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

সারাবাংলা/জেআর/এমও

৭৫ বিলিয়ন ডলার প্রতিমন্ত্রী বিদ্যুৎখাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর