Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে ঠাণ্ডা মাথায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৫

ঢাকা: শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে ঠাণ্ডা মাথায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগে করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণমিছিলের আগে এক সমাবশে তিনি এ অভিযোগ করেন বলেন।

গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার জামিন পাওয়া এবং চিকিৎসা নেওয়ার অধিকার আছে। তিনি ৩ বারের প্রধানমন্ত্রী। আমরা স্বাধীন দেশে ফ্যাসিস্ট সরকার আর প্রতিষ্ঠা করতে চাই না। দেশের বর্তমান ফ্যাসিস্ট ব্যবস্থা পরিবর্তন করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।’

বিজ্ঞাপন

কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখা বা ক্ষমতায় নেওয়ার জন্য গণতন্ত্র মঞ্চ রাজপথে নামেনি বলেও জানান জোনায়েদ সাকি।

সমাবেশে সাইফুল হক বলেন, ‘রাজনীতির আসল লড়াইয়ের আগেই আওয়ামী লীগ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে হেরে বসে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের বেসামাল কথাবার্তাই তার প্রমাণ।’

আ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘গণতন্ত্র মঞ্চ রেষারেষির রাজনীতি করে না। রেষারেষি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতেই গণতন্ত্র মঞ্চের জন্ম। আমরা সংবিধান সংস্কার করতে চাই। দেশ থেকে সিন্ডিকেট ও লুটপাট চিরতরে বন্ধ করতে চাই। বাংলাদেশ আজ সিন্ডিকেট এবং লুটেরাদের কাছে বন্দি, এ থেকে দেশকে রক্ষা করতে হবে।’

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর পল্টন মোড় ঘুরে শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

খালেদা জিয়া গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর