রাজধানীতে হাত-পা বাঁধা এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার
১৪ মে ২০১৮ ১৯:৩৫ | আপডেট: ১৪ মে ২০১৮ ১৯:৪২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকার বালু নদী থেকে বিল্লাল হোসেন (৩২) নামে এক এনজিও কর্মকর্তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘আশা’ এনজিওতে জুনিয়র লোন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে নুর মোহাম্মদের বাড়ির পাশের নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ পরিদর্শক আব্দুর রহিম জানান, খিলগাঁও ৪৫৫/সি নম্বর আশা ব্রাঞ্চেই থাকতেন বিল্লাল। গত শনিবার (১২ মে) সকালে গ্রাহকদের কাছ থেকে লোন তোলার উদ্দেশে অফিস থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। খুঁজে না পেয়ে রবিবার (১৩ মে) থানায় তার নিখোঁজের ব্যাপারে অফিসের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নম্বর (৭৭১)।
উপ পরিদর্শক (এসআই) আরও জানান, এরপর থেকেই নিখোঁজ বিল্লালের সন্ধানে মাঠে নামে পুলিশ। সোমবার সকালে স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের মাধ্যমে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার হাত-পা বাঁধা, গলায় পলিথিন প্যাঁচানো এবং শরীরের সঙ্গে ইট বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, অজ্ঞাত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে নদীতে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও