৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার ৩
স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৩
১০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৪ হাজার লিটার ডিজেল বহনকারী ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে, জাহাজ ও জ্বালানি তেলবোঝাই লরি থেকে অবৈধভাবে এসব ডিজেল সংগ্রহ করে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির মুখে পড়েছিল ট্রাকটি।
গ্রেফতার তিনজন হলেন— মো. বাদশা (৩৭), আবু হানিফ (৩৪) ও আল আমিন (৩৯)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাই ডিজেল বহনকারী ট্রাকটি নগরীর অলঙ্কার মোড় থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে শনাক্ত করে থামার সংকেত দিলে সেটি নিয়ে গ্রেফতার তিনজন দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।
সারাবাংলা/আরডি/এনএস