Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ম্যাক্রো, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

সারাবাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৭

বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ১৯৯০ সালে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এই প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশে এলেন।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ম্যাক্রো। সফরে তার সঙ্গে রয়েছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

বিজ্ঞাপন

বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ম্যাক্রোকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী তাকে গার্ড অব অনার দেয় এবং ২১ বার তোপধ্বনি করা হয়।

বিমানবন্দরেই ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় ম্যাক্রোকে

বাংলাদেশে সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক এবং একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের দুজনের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তারা যৌথ প্রেস ব্রিফিং করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করার আগে সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন ম্যাক্রো। তার সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোজসভা আয়োজন করেছেন। সেখানে যোগ দেবেন তিনি। এর আগে সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন।

ফরাসি পক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রেসিডেন্ট ম্যাক্রোর এই সফরটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করবে। সফরে কিছু প্রকল্প জোরদারও করা হবে।

ম্যাক্রোর সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্যদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা

১৯৯০ সালের শুরু থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে বর্তমানে ৪৯০ কোটি ইউরোতে উন্নীত হয়েছে। রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য ফ্রান্স পঞ্চম দেশ।

বিজ্ঞাপন

এর আগে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। বাংলাদেশ ও ফ্রান্স আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের ফিরতি এই বাংলাদেশ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন ও নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

সোমবার বিকেলে ফরাসি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের কথা রয়েছে। বাসস।

ছবি: পিআইডি

সারাবাংলা/টিআর

এমানুয়েল ম্যাঁক্রো ফরাসি প্রেসিডেন্ট বিমানবন্দরে সংবর্ধনা ম্যাক্রোর বাংলাদেশ সফর শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর