Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-ম্যাক্রো বৈঠক শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:১২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে বরণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

বৈঠক শেষে দু’জনের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে দুই নেতা যৌথ প্রেস ব্রিফিং করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোজসভায় যোগ দেবেন ম্যাক্রো, তার সম্মানে বাংলাদেশ এই আয়োজন করেছে।

ফরাসি পক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রেসিডেন্ট ম্যাক্রোর এই সফরটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করবে।

১৯৯০ সালের শুরু থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে বর্তমানে ৪৯০ কোটি ইউরোতে উন্নীত হয়েছে। রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য ফ্রান্স পঞ্চম দেশ।

এর আগে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন। বাংলাদেশ ও ফ্রান্স আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের ফিরতি এই বাংলাদেশ সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।

সারাবাংলা/এমও

দ্বিপাক্ষিক বৈঠক শেখ হাসিনা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর