Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানের খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:১২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৮

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি খোলাবাজারে সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা এ তথ্য দিয়েছেন। তারা বলেছেন, সুদানে নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যুদ্ধের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (১০ সেপ্টেম্বর) খার্তুমের মায়ো এলাকায় ওই ড্রোন হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন। তাদেরকে বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টে দেখা গেছে, হাসপাতালের সামনে অনেক মরদেহ সাদা চাদরে মুড়িয়ে সারি করে রাখা হয়েছে।

খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, ভয়াবহ এ ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি বলেন, নিহতরা সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট নয়, তবে যারা আহত হয়েছেন, তাদের জন্য চিকিৎসা সহায়তার একান্ত প্রয়োজন।

দুই বাহিনীর চলমান সংঘর্ষে অন্তত চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, দেশটিতে মধ্য এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ৭০ লাখের বেশি মানুষ নতুন করে বাস্তচ্যুত হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ড্রোন হামলা সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর