Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯

ঢাকা: প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে থাকাকালীন এ দায়িত্বে থাকবেন তিনি।

গত ৩১ আগস্ট আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে অর্থাৎ আগামী ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অথবা তার যাত্রার তারিখ থেকে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওমরাহ পালন উপলক্ষে ১১ থেকে ১৮ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন।

সারাবাংলা/এমও

ওবায়দুল হাসান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর