মাদক বিক্রেতাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ এক নারীর
১৪ মে ২০১৮ ২২:৪৮ | আপডেট: ১৪ মে ২০১৮ ২৩:৩৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: চিহ্নিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন ভাষানটেকের বাসিন্দা হেলেনা আক্তার। এ ঘটনায় ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শকের (তদন্ত) প্রত্যক্ষ মদত রয়েছে বলেও সোমবার (১৪ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে হেলেনা অভিযোগ করেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পর তার বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছে মাদক বিক্রেতারা। এ অবস্থায় মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারের হস্তক্ষেপের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলেনা বলেন, গত ৮ মে দুপুর দেড়টার দিকে আমি একা পুরাতন কচুক্ষেতের সিবি-২৬০ নম্বর বাসায় যাচ্ছিলাম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে চিহ্নিত মাদক বিক্রেতা সুজন, মাদক সম্রাট ইমু, তার স্ত্রী মাহমুদা, শ্বাশুড়ি হালিমাসহ মাজেদা, সাহিদা, রাঞ্জু, আফরোজা, আঁখি, আরাফাত ও ইমুর সহযোগী ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়।
হেলেনা বলেন, ‘এতে আমার ডান চোখ ও সারাশরীর গুরুতর জখম হয়। এ সময় তারা চিৎকার করে বলছিল, ওসি (মুন্সি সাব্বির আহমেদ) ও ইনস্পেক্টর (রুহুল আমীন) স্যার তোকে মেরে লাশ নিয়ে থানায় যেতে বলেছে। আমার ছেলে শ্রাবণকেও ব্যাপক মারধর করা হয়।’
হেলেনা বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হই। লাঠির আঘাতে গুরুতর জখম হওয়া ডান চোখে ৪টি সেলাই করেন চিকিৎসকরা। এখনও আমার হাত-পাসহ সারাশরীরের আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের রেজিস্ট্রারেও এসব তথ্য আছে।
হেলেনার অভিযোগ, তাকে ১ নম্বর আসামি ও যারা তাকে সে সময় দুর্বত্তদের হাত থেকে রক্ষা করেছেন তাদের সবাইকে আসামি করে একটি মিথ্যা মামলা করে মাদক ব্যবসায়ীরা (মামলা নম্বর-১১, তারিখ: ০৮/০৫/২০১৮ ইং)। মাদক বিক্রেতারা ভাষানটেক থানার ওসি ও পরিদর্শককে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে মাদক ব্যবসা অব্যাহত রেখেছে বলেও অভিযোগ তার।
এর আগে, গত ২০১৭ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে থানার ওসির দেওয়া তিনটি মিথ্যা মাদক মামলা ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদও জানান হেলেনা। তিনি জানান, বাংলাদেশ পুলিশের আইজি বরাবর একটি দরখাস্তও করেছিলেন (এস-১০২৩, ১২/১২/২০১৭ ইং)।
এ বিষয়ে জানতে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদকে ফোন করলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
সারাবাংলা/ইউজে/টিআর