Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচিত সরকার থাকলে ডেঙ্গুতে এত প্রাণহানি ঘটত না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১২

ঢাকা: নির্বাচিত সরকার থাকলে ডেঙ্গুতে এত প্রাণহানি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফকিরেরপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে এ কর্মসূচি হাতে নিয়েছে।

ইশরাক হোসেন বলেন, ‘আজকে যদি নির্বাচিত সরকার থাকত, নির্বাচিত জনপ্রতিনিধি থাকত, নির্বাচিত মেয়র থাকত, বিশেষ করে কাউন্সিলরা যদি ভূমিকা রাখত তাহলে ডেঙ্গুতে এত প্রাণহানি ঘটত না। সুতরাং আমরা সরকারকে কোনো পরামর্শ দিতে চাই না, পরামর্শ এককাই দ্রুত বিদায় হোন, ক্ষমতা ছাড়ুন। জনগণ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবে।’

তিনি বলেন, ‘আজকে ওয়ার্ড কাউন্সিলরা বিনাভোটে নির্বাচিত হওয়ার কারণে তারা চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা তোলা নিয়ে ব্যস্ত রয়েছেন। জনগণের সেবা করার কোনো সময় তাদের নেই। জনগণ মরল কি বাঁচল— এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা মনে করছেন আবারও বিনাভোটে নির্বাচিত হবেন। কিন্তু এবার তা সম্ভব নয়, জনগণ জেগে ওঠেছে। এই অবৈধ সরকারের বিদায় ঘটিয়ে গণতন্ত্রিক সরকার গঠন করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘২০০১ সালে দেশে প্রথম ডেঙ্গু রোগের আবির্ভাব ঘটলে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছিলেন। আর তখনকার তুলনায় ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা এখন হাজার গুণ বেড়েছে। সরকারের দায়িত্বহীনতা, অবহেলা এবং জনদরদ না থাকার কারণে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ভেঙে পড়েছে মশক নিধন কার্যক্রম।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেহেতু এ সরকার অনির্বাচিত, সেহেতু জনগণের কাছে এদের জবাব দিতে হয় না। নগরবাসী জনপ্রতিনিধির কাছে কোনো সমস্যার কথা বলতে পারে না। তারা রাজার হালে বাস করছেন, আর দেশের ১২টা বেজে যাচ্ছে।’

সারাবাংলা/এজেড/এনএস

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর