Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র গায়েব!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৫

বাগেরহাট: এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ের উত্তরপত্র উধাও হয়েছে। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা-রাজৈর আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উত্তরপত্র না পেয়ে শরণখোলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তামিমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সুরাহা হয়নি।

শরণখোলা সরকারি কলেজের কেন্দ্র সচিব ফকির নুরুল আলম জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জীববিজ্ঞান পরীক্ষায় ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। সেখানে তামিম ইকবালও পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে যায়। পরে উত্তরপত্র মেলাতে গিয়ে কক্ষ পরিদর্শকরা একটি খাতা কম পেয়ে বিপাকে পড়েন। হারিয়ে যাওয়া খাতাটি তামিম ইকবালের বলে শনাক্ত করেন তারা। পরবর্তীতে পুলিশের সহায়তায় ওই পরীক্ষার্থীকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু খাতাটি আর পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিধি অনুযায়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবগত করা হয়েছে।

ওই কক্ষটির পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন মাতৃভাষা ডিগ্রি কলেজের শিক্ষক মাহাফুজুর রহমান, মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি ইনস্টিটিউটের শিক্ষক আবুল হাসেম ও চাঁদনী বিশ্বাস।

পরীক্ষার্থী তামিম ইকবাল বলেন, ‘পরীক্ষা শেষে উত্তরপত্র কক্ষ পরিদর্শকদের কাছে জমা দিয়ে বেরিয়ে যাই। পরে আবার আমাকে ডেকে আনা হয়েছে।’

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘পরীক্ষার্থী তামিম ইকবাল কে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে উত্তরপত্র জমা দিয়েই কেন্দ্র থেকে বের হয়েছে বলে জানিয়েছে। পুলিশ সব দিকে নজর রাখছে।’

সারাবাংলা/একে

উত্তরপত্র গায়েব টপ নিউজ বাগেরহাট শরণখোলা


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর