১৫ হাজার টাকা চুক্তিতে সোনা পাচার করতে গিয়ে আটক ২
১৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৯
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ হাজার টাকার বিনিময়ে সোনা পাচারের চেষ্টা করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক হয়েছেন দুজন। এর মধ্যে একজন যাত্রী, যিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন। আটক আরেকজন বিমানবন্দরেরই হেল্পলাইন স্টাফ। তাদের কাছে তিন পিস সোনার বার ও ৯৯ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কাস্টমস গ্রিন চ্যানেল পার হওয়ার পর আটক করা হয় বিমানবন্দরের হেল্প সার্ভিস প্রোভাইডার শুভেচ্ছার স্টাফ মো. নাইমুর রহমান তন্ময় (২৬)। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আটক করা হয় যাত্রী মো. আলমগীরকে (৪৮)। তাদের কাছে পাওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোনা পাচারের জন্য এখন পাচারকারী চক্রগুলো ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করছে। এরকম কৌশল হিসেবেই কেউ কেউ হেল্পলাইন স্টাফদের কাজে লাগানোর চেষ্টা করেন। হেল্পলাইন স্টাফরা সন্দেহের বাইরে থাকেন ধরে নিয়েই পাচারকারীরা তাদের সঙ্গে চুক্তি করেন। তন্ময়ের সঙ্গেও ওই যাত্রীর ১৫ হাজার টাকায় চুক্তি হয়েছিল।
জিয়াউল হক বলেন, আলমগীর আজ (মঙ্গলবার) সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন। দুবাই থাকতেই তিনি সোনা পাচারের জন্য তন্ময়ের সঙ্গে চুক্তি করেছিলেন। সে অনুযায়ী বিমান থেকে নেমে তিনি বেল্ট এরিয়ায় দাঁড়িয়ে তন্ময়ের সঙ্গে যোগাযোগ করেন। তন্ময় তার কাছে গিয়ে তিনটি সোনার নেন এবং আলমগীরের মালামালসহ গ্রিন চ্যানেল অতিক্রম করেন। তবে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাদা পোশাকের গোয়েন্দা দলের নজরদারিতে ছিলেন। পরে গ্রিন চ্যানেল পার হয়ে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
পরে তন্ময় সোনা পাচারের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী যাত্রী আলমগীরকেও আটক করে এপিবিএন অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে হেল্পলাইন স্টাফ তন্ময়ের কাছে ৩৪৮ গ্রাম ওজনের তিনটি সোনার বার এবং আলমগীরের কাছে ৯৯ গ্রাম অলংকার পাওয়া যায়। মোট ৪৪৭ গ্রাম ওজনের সোনাগুলোর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আলমগীর মুন্সীগঞ্জ ও তন্ময় ঢাকার মিরপুরের অধিবাসী। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
সারাবাংলা/এসজে/টিআর