Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনেকেই বলেছিল, এ আইনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫২

ঢাকা: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমাকে অনেকেই বলেছিল যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে। কারণ, এটা খুব সেনসিটিভ।’

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং সংশ্লিষ্ট অন্য বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘গতকাল তিনটি বিল সংসদে পাস হয়েছে। তারমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। যেটা নিয়ে দীর্ঘদিন দেশবাসী অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন। অনেকে একটু হতাশ হয়ে গিয়েছিল মাঝখানে, এটা মনে হয় আর আলোর মুখ দেখবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, সাহসিকতার কারণে আমরা জাতিকে একটি সুন্দর বিল উপহার দিতে সক্ষম হয়েছি। এটা আসলে খুবই প্রয়োজন ছিল।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী যখন পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেন আমি তখন আস্তে আস্তে উপলব্ধি করলাম, কীভাবে মানুষকে হয়রানি, প্রতারণা থেকে বাঁচানো যায়। ধীরে-ধীরে আমি অনেক চিন্তা-ভাবনা করে এই জিনিসগুলোর প্রক্রিয়া শুরু করি। এটা দীর্ঘ সময় লেগেছে। কাজটা অনেক জটিল। এই জটিলে হাত দেওয়াটা একটা সাহসিকতার বিষয় ছিল এবং শুরুতে আমাকে অনেকেই বলেছিল যে এটাতে হাত দেওয়া উচিত হবে কিনা এবং হাত দিলে হাত পুড়েও যেতে পারে। কারণ, এটা খুব সেনসিটিভ।’

তিনি বলেন, ‘এখানে আইনের অনেক বিষয় আছে। তাদের বললাম, আমার তো সিনসিয়ারিটি আছে এবং প্রধানমন্ত্রীও চান এ দেশের মানুষকে সেবা দিতে। আমরা সেবক হিসেবে থাকতে চাই। সুতরাং ওনার যেহেতু সাপোর্ট আছে, আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি, সেটা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘দলিল যার, জমি তার’ অর্থাৎ দখলে থাকলেই হবে না, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রও থাকতে হবে, এই বিধান রেখে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল–২০২৩’ পাস হয়।

সারাবাংলা/জেআর/এমও

ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর