Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৫ কেজি সোনা চুরি: কাস্টমসের ৮ কর্মকর্তা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৬

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির অভিযোগের মামলায় আট জনের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সহকারি রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা ও সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম এবং আফজাল হোসেন।

এদিন দুই আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। অপর ছয় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, কাস্টমসের আটজনকে গ্রেফতা করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়।

জানা যায়, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব সোনা উধাওয়ের বিষয়টি ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এই ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মূলত যে সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এতো পরিমাণ সোনা উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওই ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর