Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে কারও চাকরি যাবে না: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪০

ঢাকা: পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে কারও চাকরি যাবে না বলে পুলিশ এবং সরকারি চাকরিজীবীদের আশ্বস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকের আওয়ামী লীগ ১৯৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা, তখনও তা ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারী-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় আছেন, তারা যদি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারও চাকরি হারানোর ভয় নেই।’

‘আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমাদের নেতা তারেক রহমান যে যুদ্ধটা করছেন,তা ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধ নয়; দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ’- বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে, ক’দিন আগে ভারতে জি-২০ সম্মেলন হল। সেখানে তিনি (শেখ হাসিনা) কার সঙ্গে সেলফি তুললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হল। আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই নিয়ে বিএনপিকে ঘিরে মন্তব্যও করেছেন।’

‘আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভারসা করে বাঁচতে পারবেন না। আমাদের অন্য কোনো চাওয়া নেই, বেশি কথা বলার নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা ফেরত চাই।’

বিজ্ঞাপন

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের মালিকানা যদি জনগণের কাছে ফেরত দিতে না পারি, গর্বিত জাতি হিসেবে বলত পারব না আমরা বাংলাদেশের নাগরিক। এই দখলদারকে তাড়াতে হবে। যারা তাড়াতে পারবে তারাই দেশপ্রেমিক। এটা করতে পারলে দেশে গণতন্ত্র ফিরবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর