Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্ট-টিকিট ছাড়াই বিমানে শিশু, ১০ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং পাস ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় বিমানবন্দরের দায়িত্ব থেকে ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে প্রত্যাহার করা ১০ কর্মকর্তার নাম জানা যায়নি। তারা বিমাবনন্দর ইমিগ্রেশন পুলিশ, এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কুয়েত এয়ারওয়েজ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে সিভিল অ্যাভিয়েশন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি কি ঘটেছিল সেটার প্রতিবেদনে জানা যাবে। তবে ঘটনাটি দুঃখজনক। যারা জড়িত তাদের ইতোমধ্যে বরখাস্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে, গত সোমবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে একটি শিশু বিমানের ভেতর পর্যন্ত গিয়ে আসনে বসে পড়েন। শিশুটিকে সর্বশেষ বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে দিয়েছে এভসেক। বর্তমানে সে থানায় অবস্থান করছে।

সারাবাংলা/এসজে/এনএস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর