ইয়াবা পাচারের মামলায় ২ পরিবহন শ্রমিকের যাবজ্জীবন
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কাভার্ডভ্যানে তল্লাশি করে ইয়াবা উদ্ধারের একটি মামলায় দুই পরিবহন শ্রমিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
দণ্ডিত রুবেল মিয়া ওই কাভার্ডভ্যানের চালক এবং মো. ইউনুস তার সহকারী ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ আছে। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজায় গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় রুবেল মিয়া ও ইউনুসকে।
এ ঘটনায় র্যাবের চট্টগ্রাম জোনের কার্যালয়ে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ এপ্রিল তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে বলে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনএস